News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:২৩, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৪, ১৮ জানুয়ারি ২০২০

টানা আট জয় নেইমারদের

টানা আট জয় নেইমারদের

ঢাকা: টানা আট ম্যাচ জিতলো কার্লোস দুঙ্গার প্রশিক্ষণাধীন ব্রাজিল। রোববার লন্ডনের অ্যামিরেটস স্টেডিয়ামে চিলিকে ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। একমাত্র গোলটি করেন হফহেইমের রবার্তো ফিরমিনো।

বল পজেশনে আধিপত্য দেখালেও চিলি জয়বঞ্চিত হয়। রাফ অ্যান্ড টাফ ফুটবল খেলে তারা। হজম করে পাঁচ হলুদ কার্ড। শেষে বিকল্প হিসেবে নেমে খেলার রঙ বদলান বুন্দেস লিগায় খেলা হফহেইম মিডফিল্ডার ফিরমিনো। ডানিলোর পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। খেলার ৭১ মিনিটে গোল করেন ২৩ বছর বয়সী ফুটবলার।

দিনের অন্য ম্যাচে ফ্রান্স ২-০ গোলে হারিয়েছে ডেনমার্ককে। গোল পান জিরু ও লাকাজেদ। লিসবনে ঘরের মাঠে রিকার্ডো কারভালহো ও ফ্যাবিও কোয়েন্ত্রাওয়ের লক্ষ্যভেদে সার্বিয়াকে ২-১ গোলে পরাস্ত করে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। অন্যদিকে ইউরো বাছাইয়ে মার্কো রেউস ও থমাস মুলারের গোলে জর্জিয়াকে ২-০ ব্যবধানে হারায় বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়