News Bangladesh

ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০০, ৩০ জুলাই ২০২৫
আপডেট: ১৫:০১, ৩০ জুলাই ২০২৫

তাবলিগের দুই পক্ষের বিরোধ মেটাতে ৭ সদস্যের কমিটি: ধর্ম উপদেষ্টা

তাবলিগের দুই পক্ষের বিরোধ মেটাতে ৭ সদস্যের কমিটি: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত

তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে চলমান বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফম খালিদ হোসেন।

বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে তাবলিগ জামাতের দুই পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীও উপস্থিত ছিলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, “কমিটিতে উভয় পক্ষের প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন। আশা করি, এই কমিটির মাধ্যমে দুই পক্ষের মধ্যে সমঝোতা সম্ভব হবে এবং ভবিষ্যতে কোনো ধরনের সংঘাত এড়ানো যাবে।”

একসঙ্গে ইজতেমা আয়োজনে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “একসাথে ইজতেমা নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে কমিটি গঠনের উদ্দেশ্য হলো, যেন উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে আলাদাভাবে ইজতেমা আয়োজন করতে পারে।”

আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দেশের সব মসজিদে বিশেষ দোয়া

এছাড়া রংপুরের গংগাচড়ায় ধর্ম অবমাননাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়িতে হামলা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, “ধর্ম নিয়ে কটাক্ষ করা অনুচিত। এতে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। কটূক্তিকারীকে গ্রেফতার করা হয়েছে। তবে যারা ভাঙচুর চালিয়েছে, তাদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়