News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৮, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৬, ১৭ জানুয়ারি ২০২০

অর্থপূর্ণ সংলাপের প্রত্যাশা ২০ দলের

অর্থপূর্ণ সংলাপের প্রত্যাশা ২০ দলের

ঢাকা: মুক্তিযুদ্ধের অর্জনকে যারা কালিমালিপ্ত করে অবৈধ পন্থায় দেশ শাসন করে জনগণ কোনো দিন তাদের ক্ষমা করবে না। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবিলম্বে সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন দেশবাসীর প্রত্যাশা। এর জন্য প্রয়োজন অর্থপূর্ণ সংলাপ। আজ শুক্রবার গণমাধ্যমকে পাঠানো বিবৃতিতে একথা জানিয়েছেন বিএনপির আপদকালীন মুখপাত্র বরকতউল্লাহ বুলু।   

বিবৃতিতে আরো জানানো হয়, যে দেশে মানুষের ভোট দেয়ার অধিকার নেই, স্বাধীনভাবে মত প্রকাশ ও চলাফেরার স্বাধীনতা নেই সে দেশের নাগরিক হিসেবে আমরা কতটা স্বাধীন তা ভাবার সময় এসেছে।

বিবৃতিতে বুলু জানান, স্বাধীনতা দিবসের জাতীয় অনুষ্ঠানমালায় প্রকৃতি মুক্তিযোদ্ধাদের অনুপস্থিতি দেশের মানুষের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। কেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা আজ স্বৈরশাসকের লেলিয়ে দেয়া বিশেষ বাহিনী কর্তৃক মিথ্যা মামলায় আটক হচ্ছে?

বিবৃতিতে বলা হয়েছে, স্বাধীনতার প্রকৃত মূল্য জনগণকে ফিরিয়ে দিতে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাকল্পে দেশের বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থা অবসানে আলোচনার মাধ্যমে তা উত্তরণের ব্যবস্থা গ্রহণ করবে সরকার। তা না হলে জনগণ স্বৈরাতন্ত্রের পতন ঘটাবে।

বুলু আরো জানান, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অর্থ হলো, জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্য পরিচালিত শাসন ব্যবস্থা। কিন্তু বর্তমানে আমাদের দেশে এ সজ্ঞাটি মূল্যহীন। বর্তমান শাসকগোষ্ঠী কর্তৃক রাষ্ট্রীয় ক্ষমতা আঁকড়ে থাকার প্রবল বাসনাই দেশকে ভয়াবহ সংকটে নিপতিত করেছে।

বিএনপির এ যুগ্মমহাসচিব বলেন, ২০ দলীয় জোটসহ দেশবাসী হতাশ হয়েছে। কেননা বিরোধীদলীয় সদর দফতর তিন মাস ধরে তালাবদ্ধ। বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দসহ সারাদেশে মিথ্যা ও রাজনৈতিক মামলায় অসংখ্য নেতা-কর্মী কারাগারে বন্দি।

তিনি অভিযোগ করেন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে এ স্বাধীনতার মাসে অপহরণ করা প্রকৃত অর্থে স্বাধীনতাকেই অপহরণ করার সামিল। দেশবাসী আশা কওে, আইন-শৃঙ্খলা বাহিনী তাকে অক্ষত অবস্থায় ফেরত দেবে।

নিউজবাংলাদেশ.কম/আর আর/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়