‘ফাঁদে পা দিয়েই বিএনপি ডিসিসি নির্বাচনে অংশ নেবে’
ঢাকা: আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েই বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবে। শুধু তাই নয়, এ নির্বাচনে জয়লাভ করে বিএনপি দেখিয়ে দেবে তাদের ক্ষমতা। একথা বলেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. খন্দকার মাহবুব হোসেন।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘গুম-হত্যা, পেশাজীবি নির্যাতন, বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ বন্ধে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব হোসেন আরো বলেন, ‘‘আওয়ামী লীগ ভেবেছিল তাদের ফাঁদে পা দিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিলে বিএনপি তাদের মূল দাবি থেকে সরে যাবে। কিন্তু তাদের ফাঁদে পা দিয়েই বিএনপি জয়লাভ করবে।’’
নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে তিনি বলেন, ‘‘মামলা হলে নয়। মামলায় শাস্তি হলে নির্বাচনে অংশ নেয়া যাবে না।’’
বিএনপির সাম্প্রতিক আন্দোলনের ব্যাপারে তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ আগে বলতো বিএনপি রাজপথে আন্দোলন করে না। সবাই ইঁদুরের গর্তে ঢুকে আছে। এখন আমরা আন্দোলন করছি। সারা বাংলাদেশ ঢাকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অথচ এখন তারা বলছে, আমরা দেশের অর্থনীতির ক্ষতি করছি।’’
মাহবুব এসময় আরো বলেন, ‘‘সালাউদ্দিন আহমেদকে অপহরণ করে কোথায় নিয়ে গেছে জানি না। ইলিয়াস আলী তো পটভূমিতেই নেই। সারা বাংলাদেশে কত লোককে হত্যা করা হয়েছে, কত মানুষকে গুম করা হয়েছে, কত লোককে পঙ্গু করা হয়েছে, তার চিত্র তো টেলিভিশন দেখাতে পারে না।
তিনি মন্তব্য করেন, এ চিত্র যদি দেশবাসী দেখত তবে তারা শিউরে উঠত। তিনি বলেন, ‘‘আমাদের দাবি একটাই। আর তা হলো, গণতন্ত্রের মুক্তি। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার যদি ক্ষমতায় আসে তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।’’
সম্মিলিত পেশাজীবি পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী এসময় বলেন, ‘‘গণতান্ত্রিক একটি দল হিসেবে বিএনপি চায় নির্বাচনে অংশ নিতে। কিন্তু এর জন্য তো উপযুক্ত পরিবেশ থাকতে হবে।’’
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘‘আজকে চলছে ফ্যাসিবাদি শাসন। ফ্যাসিবাদি সরকার যা ভালো বোঝে তাই করে। তার যা ইচ্ছা তাই করে।’’
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাড. সানাউল্লাহ মিয়া, এস এম রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস
নিউজবাংলাদেশ.কম








