‘আইন-শৃঙ্খলা বাহিনীই সালাহউদ্দিনকে তুলে নিয়ে গেছে’
ঢাকা: আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদকে তুলে নিয়ে গেছে। এ দাবি করেছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ। তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততাই এর প্রমাণ।
আজ সোমবার দুপুরে পরিষদের একটি প্রতিনিধি দল সালাহউদ্দিনের গুলশানের বাসায় গিয়ে তার স্ত্রী হাসিনা আহমেদের সাথে সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে তারা একথা বলেন।
সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতা ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘‘সালাহউদ্দিন আহমেদের পরিবারের কাছে প্রমাণ আছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তাকে তুলে নিয়ে গেছে।’’
তিনি আরো বলেন, ‘‘সালাউদ্দিন বিএনপির পক্ষে বিবৃতি দিতেন। এটিই ছিল তার অপরাধ। তার নিখোঁজের বিষয়ে আদালতে আইন-শৃঙ্খলা বাহিনী যে প্রতিবেদন জমা দিয়েছিল তা সরকারের অ্যাটর্নি জেনারেল, সালাহউদ্দিনের স্ত্রীর আইনজীবীকে দেখানো হয়নি। পাশাপাশি এ ব্যাপারে সরকারের নিশ্চুপ থাকাই প্রমাণ করে এ ঘটনার সঙ্গে তারা জড়িত।’’
শওকত মাহমুদ বলেন, ‘‘আমরা পেশাজীবী পরিষদ অবিলম্বে সালাহউদ্দিন আহমেদকে অক্ষত অবস্থা ফেরত চাই। এ গুম-অপহরণের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে।’’
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, ‘‘সালাহউদ্দিন আহমেদ কোথায় আছেন, কিভাবে আছেন তা পুলিশ জানে। তাই তাকে অবিলম্বে জনসমক্ষে আনার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আখতার হোসেন, সহসভাপতি রিয়াজুল ইসলাম রিজু, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হাসান জারিফ তুহিন ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি রফিকুল ইসলাম।
সালাহউদ্দিনের স্ত্রী সাবেক সাংসদ হাসিনা আহমেদ আবারো দাবি করে বলেন, ‘‘আমি শতভাগ নিশ্চিত আমার স্বামীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। তাকে অক্ষত অবস্থায় ফেরত পেতে আমি সর্বমহলের সহযোগিতা চাই।’’
নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস
নিউজবাংলাদেশ.কম








