‘কোনো সুস্থ মানুষ ৩ মাস কার্যালয়ে থাকতে পারেন না’
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। কেননা কোনো সুস্থ-স্বাভাবিক মানুষ ৩ মাস কার্যালয়ে অবস্থান করতে পারেন না। একথা বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘‘আমরা বঙ্গবন্ধুর আদর্শে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশ আজকে বিশ্বের বুকে উন্নতির রোল মডেল হিসেবে স্বীকৃতি পাচ্ছে।’’
হানিফ বলেন, ‘‘অথচ খালেদা জিয়া ভোটাধিকার প্রতিষ্ঠার নামে, গণতন্ত্রের নামে পেট্রলবোমা মেরে আগুনে পুড়িয়ে শত শত মানুষকে হত্যা করছে।’’
সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘‘আমরা চাইবো নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরোপেক্ষ হয়। কিন্তু কেউ যদি মনে করে লেভেল প্লেয়িং ফিল্ড পাবে না তাহলে বলবো, তারা নির্বাচন কমিশনকে এ ব্যাপারে জানাতে পারেন।
খালেদার উদ্দেশে হানিফ বলেন, ‘‘আমরা জানি মুক্তিযুদ্ধের চেতনায় আপনি বিশ্বাসী নন। এ চেতনায় যদি বিশ্বাসী হতেন তাহলে রাজাকারদের আপনি মন্ত্রী বানাতেন না। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে যেতেন।’’
খালেদার উদ্দেশে তিনি আরো বলেন, ‘‘আপনি পাকিস্তানের প্রেতাত্মা। আপনি বাংলাদেশকে ধ্বংস করতে চেষ্টা করছেন। আন্দোলনের নামে দেশকে ধ্বংস করার যে ষড়যন্ত্রে আপনি লিপ্ত আছেন, বাংলাদেশের মানুষ তা কখনো হতে দেবে না।’’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নায়ক নন, খলনায়ক। পাকিস্তানি সেনাবাহিনীর অস্ত্র খালাস না করার জন্য আওয়ামী লীগের নেতারা তাকে বারবার বলার পরও তিনি শোনেননি। এরপর হঠাৎ করেই কেন তিনি মুক্তিযুদ্ধে অংশ নিলেন, তা একটি প্রশ্ন।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কুষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক এম পি, বাংলাদেশ কুষক লীগের সভাপতি আলহাজ্ব মো. মোতাহার হোসেন মোল্লা, বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খন্দকার শামসুল হক রেজা প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস
নিউজবাংলাদেশ.কম








