লি কোয়ান ইয়্যুর মৃত্যুতে মন্ত্রিসভার শোকপ্রস্তাব অনুমোদন
ঢাকা: আধুনিক সিংগাপুরের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী লি কোয়ান ইয়্যুর মৃত্যুতে শোকপ্রস্তাব অনুমোদন দিয়েছে বাংলাদেশের মন্ত্রিসভা।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা শুরুর আগেই এ শোকপ্রস্তাব অনুমোদন দেয়া হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহমাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এতথ্য জানান।
শোক প্রস্তাবে বলা হয়েছে, মহান এ নেতার ঐকান্তিক চেষ্টা ও উদ্যোগের ফলে বাংরাদেশের সঙ্গে সিংগাপুরের ভালো সম্পর্ক তৈরি হয়েছে। বেড়েছে সিংগাপুরে বাংলাদেশিদের কর্মসংস্থান।
শোকপ্রস্তাবে আরো বলা হয়, লি কোয়ান ইয়্যুর মৃত্যুতে বাংলাদেশ একজন বন্ধুকে হারিয়েছে।
উল্লেখ্য, মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১ বছর। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দ।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এটিএস
নিউজবাংলাদেশ.কম








