শ্রমিক লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১
ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় শ্রমিক লীগের এক নেতা আহত হয়েছেন। নতুন কমিটি গঠন নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।
আজ রোববার বিকেল ৩টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। শ্রমিক লীগের এক নেতা নিউজবাংলাদেশকে জানান, তেজগাঁও থানার ৯ নং উইনিট শ্রমিক লীগের নতুন কমিটি গঠন করা হয়। কিন্তু এ কমিটিকে আগের কমিটি মানতে চাচ্ছে না।
তিনি আরো জানান, এ সমস্যা সমাধানের জন্য আজ উভয়পক্ষ কেন্দ্রীয় অফিসে এক বৈঠকে মিলিত হয়। কিন্তু আলোচনায় বসার আগেই অফিসের সামনে একপক্ষ আরেকপক্ষের ওপর হামলা চালায়।
তিনি জানান, এ ঘটনায় তেজগাঁও থানা ৯ নং ইউনিটের শ্রমিক লীগের সাধারণ সপ্তাদক মো. জসিম (৩২) মাথায় আঘাতপ্রাপ্ত হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এটিএস
নিউজবাংলাদেশ.কম








