News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৫, ২৪ জানুয়ারি ২০২০
আপডেট: ০৩:২৪, ১১ ফেব্রুয়ারি ২০২০

চট্টগ্রামে একটি বস্তিতে আগুন

চট্টগ্রামে একটি বস্তিতে আগুন

নগরের পাঁচলাইশ থানার মির্জাপুল এলাকায় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক টিম।

শুক্রবার সকালে ওই বস্তিতে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

ঘটনাস্থল থেকে মো. রুবেল নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে তা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। এতে শতাধিক ঘরের ওই বস্তিসহ আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি করেন।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন জানান, ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশপাশের সব ফায়ার স্টেশনের গাড়িকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কয়েকটি স্টেশনের ১০-১৫টি গাড়ি পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়