News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৮, ২৯ আগস্ট ২০২৫

তরুণরাই আনবে রাজনীতিতে গুণগত পরিবর্তন: তৌহিদ হোসেন

তরুণরাই আনবে রাজনীতিতে গুণগত পরিবর্তন: তৌহিদ হোসেন

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আগামীর বাংলাদেশে তরুণ প্রজন্মই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনতে সক্ষম হবে।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্সে তিনি বলেন, “স্বাধীনতার এত বছর পরও আমাদের সাংবিধানিক ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা যায়নি। এজন্য রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে।”

তিনি আরও বলেন, রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়, দায়িত্বশীলতার মাধ্যমেই তা প্রমাণ করতে হবে।

আরও পড়ুন: নির্বাচনে এআই ও সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: সিইস

এ সময় রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, “রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব না হলে আগামী দশকেও এ অঞ্চলের মানুষকে ভুগতে হবে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়