News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৩, ২৯ আগস্ট ২০২৫
আপডেট: ১৩:৩৪, ২৯ আগস্ট ২০২৫

নির্বাচনে এআই ও সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: সিইস

নির্বাচনে এআই ও সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: সিইস

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সতর্ক করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার (২৯ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, “আগে অনেক নির্বাচন হয়েছে, কিন্তু এখন নিত্যনতুন চ্যালেঞ্জ এসেছে। পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং আইন ও নৈতিকতা ঠিক রাখতে হবে।”

তিনি আরও জানান, সোশ্যাল মিডিয়ায় ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় নির্বাচন কমিশন আলাদা সেল গঠন করবে। সঠিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “মাঠপর্যায়ে বার্তা যেন বিকৃত না হয়, সেটি নিশ্চিত করতে হবে। প্রশিক্ষণে খরচ করা অর্থ শুধু ব্যয় নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ।”

আরও পড়ুন: এবারকার জাতীয় নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ: ইসি আনোয়ারুল

সিইসি প্রশিক্ষকদেরও আহ্বান জানান, আইনকানুন শেখানোর পাশাপাশি ভুয়া তথ্য প্রতিরোধের দায়িত্ব নিতে হবে এবং বার্তা প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দিতে হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়