News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৬, ২৭ আগস্ট ২০২৫

একাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত: সেপ্টেম্বরে সংলাপ

একাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত: সেপ্টেম্বরে সংলাপ

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) অবশেষে তার বহুল প্রতীক্ষিত রোডম্যাপের খসড়া অনুমোদন করেছে। 

বুধবার (২৭ আগস্ট) কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। 

নির্বাচন কমিশনার আব্দুর রহমান মৌখিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, দু-এক দিনের মধ্যেই এটি প্রকাশিত হবে, তবে একাধিক ইসি সূত্র জানিয়েছে, এটি আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার প্রকাশ করা হতে পারে।

এই রোডম্যাপটি নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইসি সূত্রে জানা গেছে, এই রোডম্যাপের অন্যতম প্রধান অংশ হলো বিভিন্ন অংশীজনদের সঙ্গে সংলাপের আয়োজন। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে এই সংলাপ শুরু হবে। শুরুতে সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করা হবে।

একই সঙ্গে, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত দাবি ও আপত্তির শুনানিও বুধবার শেষ হয়েছে। গত ২৪ আগস্ট থেকে শুরু হওয়া এই তিন দিনের শুনানিতে দেশের বিভিন্ন অঞ্চলের সংসদীয় আসনগুলোর সীমানা নিয়ে জমা পড়া ১,৭৬০টি দাবি ও আপত্তি পর্যালোচনা করা হয়।

বুধবার সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের দাবি-আপত্তি নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন: বিএসসি–ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দ্বন্দ্বে সরকারের ৮ সদস্য কমিটি

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা অঞ্চলের শুনানি সম্পন্ন হয়েছিল।

শুনানিতে বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি ও বাসিন্দারা তাদের দাবি তুলে ধরেন। পাবনা-১ আসনের জামায়াত সমর্থিতরা শুধু সাঁথিয়া উপজেলা নিয়ে আসনটি গঠনের দাবি জানান। সাবেক জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমেন বেড়া ও সুজানগর উপজেলা নিয়ে আরেকটি আসন করার প্রস্তাব দেন। তবে স্থানীয় বিএনপি নেতারা ইসির প্রকাশিত খসড়ার প্রতি সমর্থন জানিয়েছেন।

এছাড়া, সিরাজগঞ্জ-২ ও সিরাজগঞ্জ-৬ আসনের বাসিন্দারা ২০০১ সালের সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানান। কুড়িগ্রাম-৪ আসনের বাসিন্দারা ২০১৪ সালের ভিত্তিতে চিলমারীর কিছু ইউনিয়নকে কুড়িগ্রাম-৩ আসনের সঙ্গে যুক্ত করার আবেদন জানান।

৩০ জুলাই ইসি ৩০০ সংসদীয় আসনের খসড়া সীমানা প্রকাশ করেছিল। সেখানে গাজীপুরে একটি আসন বৃদ্ধি করে মোট ৬টি এবং বাগেরহাটে একটি আসন কমিয়ে ৩টি করার প্রস্তাব করা হয়। এখন এসব দাবি-আপত্তি বিবেচনা করে ইসি শিগগিরই চূড়ান্ত গেজেট প্রকাশ করবে।

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই প্রক্রিয়াটির মধ্য দিয়ে ইসি নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে চাইছে। দাবি ও আপত্তির ওপর ভিত্তি করে চূড়ান্ত সীমানা নির্ধারণের পর ইসি ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে।

রোডম্যাপ প্রকাশের পর ইসি নির্বাচনী প্রস্তুতির পরবর্তী ধাপগুলো দ্রুত সম্পন্ন করবে। এর মধ্যে রয়েছে ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, এবং সর্বোপরি, নির্বাচনের তফসিল ঘোষণা। এই রোডম্যাপটি একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথ খুলে দেবে বলে আশা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়