News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৭, ২৯ আগস্ট ২০২৫

গ্রেফতার দেখানো হলো লতিফ সিদ্দিকীসহ অন্তত ১৪ জনকে

গ্রেফতার দেখানো হলো লতিফ সিদ্দিকীসহ অন্তত ১৪ জনকে

ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ব্যাপক উত্তেজনার ঘটনার পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ অন্তত ১৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে তাদের হেফাজতে নেওয়ার পর রাতে ডিবি (গোয়েন্দা পুলিশ) হেফাজতে স্থানান্তর করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, আটক ব্যক্তিদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) আদালতে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গ্রেফতারদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন) এবং সাংবাদিক মঞ্জুরুল আলমও রয়েছেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

এর আগে বৃহস্পতিবার দুপুরে ডিআরইউতে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত গোলটেবিল আলোচনায় যোগ দেন লতিফ সিদ্দিকী ও অন্যান্যরা। ওই সময় ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একদল লোক লতিফ সিদ্দিকীর ওপর চড়াও হয়। পরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ তাকে ও অন্যদের হেফাজতে নেয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়