News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫১, ২৫ আগস্ট ২০২৫

চাকরিজীবীদের জন্য আসছে ৫ দিনের বাড়তি ছুটি

চাকরিজীবীদের জন্য আসছে ৫ দিনের বাড়তি ছুটি

ফাইল ছবি

চাকরিজীবীদের ব্যস্ত কর্মদিবসের মাঝেও বছরের শেষ প্রান্তে সরকারি ছুটি যেন নতুন করে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ এনে দেয়। 

২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কর্মজীবীরা মোট পাঁচ দিনের সরকারি ছুটি উপভোগ করতে পারবেন। এর মধ্যে চারটি সাধারণ ছুটি এবং একটি নির্বাহী আদেশে ঘোষিত বিশেষ ছুটি রয়েছে।

নির্দিষ্ট ছুটির তালিকা:

  • ঈদ-ই-মিলাদুন্নবী: ৬ সেপ্টেম্বর, শনিবার

(জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী)
এই ছুটিটি সপ্তাহান্তে পড়ায়, কর্মজীবীরা একদিনের বিশ্রামের পাশাপাশি স্বাভাবিক সাপ্তাহিক ছুটির সুবিধা পাবেন।

  • দুর্গাপূজা: ১ অক্টোবর, বুধবার (নির্বাহী আদেশে ছুটি) ও ২ অক্টোবর, বৃহস্পতিবার (সাধারণ ছুটি)

১ অক্টোবরের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি এবং পরের দিনের সাধারণ ছুটি মিলিয়ে, কর্মজীবীরা সপ্তাহের শেষে শুক্রবার ও শনিবারের সঙ্গে যুক্ত করে চার দিনের টানা ছুটি কাটানোর সুযোগ পাবেন।

  • বিজয় দিবস: ১৬ ডিসেম্বর, মঙ্গলবার

সাধারণ ছুটি হিসেবে পালনীয়, যা সপ্তাহের মাঝের ছুটির মধ্যে পড়ায় কর্মজীবীরা একটি স্বল্পকালের বিশ্রাম পাবেন।

  • বড়দিন/যিশুখ্রিস্টের জন্মদিন: ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার

বৃহস্পতিবার হওয়ায় শুক্রবার ও শনিবারের সঙ্গে যুক্ত করে টানা তিন দিনের ছুটি কাটানো সম্ভব।

বছরের এই শেষ প্রান্তের পাঁচটি সরকারি ছুটি নিয়ে ইতোমধ্যেই অনেক কর্মজীবী পরিকল্পনা শুরু করেছেন। কেউ ছোট ভ্রমণ বা বেড়ানোর পরিকল্পনা করছেন, কেউ পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ছুটি ব্যবহার করবেন।

২০২৫ সালে কর্মজীবীরা বছরের শুরু থেকেই বড় ছুটি উপভোগ করেছেন। বিশেষত দুই ঈদে দীর্ঘ সময়ের ছুটি ছিল:

  • ঈদুল ফিতর: ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল (টানা ৯ দিন)
  • ঈদুল আজহা: ৫ জুন থেকে ১৪ জুন (টানা ১০ দিন)

এই দীর্ঘ ছুটি ও বছরের শেষ প্রান্তের পাঁচ দিনের সরকারি ছুটি মিলিয়ে চাকরিজীবীরা তাদের ব্যস্ত জীবনে আরাম ও বিশ্রামের কিছু সময় নিশ্চিত করতে পারবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়