ছয়দিনের রিমান্ডে ৪ জেএমবি
ঢাকা: রাজধানীর দক্ষিণখান থেকে র্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া ৪ জেএমবি সদস্যের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শনিবার দুপুরে মহানগর মুখ্য হাকিম আদালত এ রিমান্ড আবেদন মঞ্জুর করে। এরা হলেন- আব্দুর রাজ্জাক, হানাজালা, জিয়াউল এবং মোজাম্মেল হোসেন।
এর আগে, রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে উচ্চ ক্ষমতাসসম্পন্ন গ্রেনেড ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ জেএমবির ৪ সদস্যকে আটক করে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল হক নিউজবাংলাদেশকে রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃতদের মধ্যে জিয়াউল ও রাজ্জাক জেএমবির ‘গায়েরে এহসার’ সদস্য, হানজালা ‘এহসার’ সদস্য ও মোফাজ্জল জেএমবির সদস্য।
নিউজবাংলাদেশ/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম








