News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৪, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৪৭, ২ ফেব্রুয়ারি ২০২০

মহান স্বাধীনতা দিবস

রাজশাহী কারাগারের ২ কয়েদি মুক্ত

রাজশাহী কারাগারের ২ কয়েদি মুক্ত

রাজশাহী: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দুজন কয়েদি মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

রাজশাহী কেন্দ্রীয় কারগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, “স্বাধীনতা দিবস উপলক্ষে জেল কোডের ৫৬৯ বিধি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাদের মুক্তি দেওয়া হয়েছে। কারাগারে বন্দী থাকা এই দুইজনের মধ্যে একজন লঘু অপরাধে অর্ধেকেরও বেশি সাজা ভোগ করেছেন। অপরজন বয়সের ভারে অক্ষম এবং হৃদরোগে আক্রান্ত রোগী হিসেবে মুক্তির আওতায় পড়েছেন।”

মুক্তিপ্রাপ্ত কয়েদিরা হলেন-নাটোর জেলার সদর উপজেলার ইব্রাহীম হোসেনের ছেলে জাহিদ হাসান (৩৮)। তিনি এক বছরের সাজাপ্রাপ্ত। অপরজন হলেন-রাজশাহীর বাঘা উপজেলার মৃত নৈমুদ্দিন হকের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জিয়াউল হক (৭৭)।

এদের দুজনই অর্ধেকের বেশি সাজা খেটেছেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়