News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৩, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ০৯:৩৯, ১৮ জানুয়ারি ২০২০

যৌথ সেনাবাহিনী গড়বে আরব লীগ

যৌথ সেনাবাহিনী গড়বে আরব লীগ

যৌথ সেনাবাহিনী গড়ার ঘোষণা দিয়েছে আরব লীগ। মিশরে আরব লীগের দেশগুলোর প্রধানদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইয়েমেন সংকট এবং ইরাক, সিরিয়া ও লিবিয়ায় বেড়ে চলা জিহাদিদের হুমকি মোকাবেলায় করণীয় নির্ধারণে এ বৈঠকের আয়োজন করা হয়।

রোববার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেন, “যৌথ সামরিক বাহিনী গড়ার ব্যাপারে আরব লীগ নেতারা একমত হয়েছেন।”

সৌদি আরবের নেতৃত্বে ১০ জাতির এ জোট ইয়েমেনে বিদ্রোহীদের দমনে আকাশপথে হামলা পরিচালনা করে যাচ্ছে। এ হামলা পরিচালিত হচ্ছে ইয়েমেনের প্রেসিডেন্ট মানসুর হাদির পক্ষে, যিনি দেশটিতে শিয়া হাউথি বিদ্রোহীদের উত্থানের পর দেশ ছাড়েন।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়