News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৪, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪৬, ১৪ ফেব্রুয়ারি ২০২০

পশ্চিমবঙ্গে নান গণধর্ষণে জড়িত সাতজন শনাক্ত

পশ্চিমবঙ্গে নান গণধর্ষণে জড়িত সাতজন শনাক্ত

ভারতের পশ্চিমবঙ্গে কনভেন্ট স্কুলের একাত্তর বছর বয়সী নানকে গণধর্ষণের ঘটনায় জড়িত সাত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আটক দুই ব্যক্তির একজনের স্ত্রী ও সাতজনকে শনাক্ত করেন।

পিটিআইয়ের এক খবরে গতকাল শনিবার জানানো হয়, ঘটনার দিন স্কুলের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা ছবি দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়।

খবরে বলা হয়, মুম্বাই ও হাবড়া থেকে গোপাল সরকার ও সেলিম শেখ নামে দুইজনকে গত বৃহস্পতিবার আটক করা হয়। আটককৃতদের মধ্যে গোপালের স্ত্রী ওই সাত ব্যক্তির ছবি দেখে তাদের শনাক্ত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ওই ব্যক্তিরা গোপাল সরকারের বাড়িতে কয়েক দিন ছিলেন। এ কারণে তাঁর স্ত্রী ওই লোকগুলোর ছবি দেখে চিনতে পেরেছেন।

তদন্ত কর্মকর্তারা জানান, গতকাল গোপাল সরকার ও মো. সেলিম শেখকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করার সময় দুজনের বক্তব্যে বেশ কিছু গরমিল পাওয়া গেছে। তবে ডাকাতির সময় ধর্ষণের ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল না বলে জিজ্ঞাসাবাদে মনে হয়েছে।

এদিকে, গোপাল সরকার ও সেলিম শেখ দুজনকেই বাংলাদেশি বলে দাবি করেছে ভারতের পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)।

তদন্ত কর্মকর্তাদের ভাষ্য, দুই বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসার পর গোপাল স্ব-স্ত্রীক পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া এলাকায় থাকতেন।

এ ঘটনায় অভিযুক্তদের কয়েকজন বাংলাদেশ পালিয়ে গেছেন বলেও দাবি ভারতীয় কর্মকর্তাদের। তাদের কারও কারও বাংলাদেশের পাসপোর্ট আছে।  অন্যরা অবৈধভাবে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন।

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে গত ১৪ মার্চ কনভেন্ট অব জেসাস অ্যান্ড মেরি স্কুলের একাত্তর বছর বয়সী খ্রিষ্টান এক সন্ন্যাসিনী (নান) গণধর্ষণের শিকার হন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়