ডিম চুরি করে বিক্রির দায়ে কিউবায় ১৮ জন কর্মকর্তার কারাদণ্ড
ডিম চুরি করে কালোবাজারে বিক্রির দায়ে কিউবায় ১৮ জন সরকারি কর্মকর্তার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। আদালত আরো ছয় ব্যক্তিকে চুরির টাকা ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন। বিবিসি।
অভিযুক্তদের ৫ থেকে ১৫ বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় প্রমাণের অভাবে একজন আসামি খালাস পেয়েছেন।
কিউবার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র গ্রানমা জানিয়েছে, দণ্ডপ্রাপ্তরা সবাই সরকারের ডিম বিতরণ সংস্থার কর্মচারী। এ পরিমাণ ডিম চুরির কারণে সরকার রাজস্ব হারিয়েছে সাড়ে তিন লাখ ডলার।
পত্রিকাটি জানায়, ২০১২ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ে ভুয়া চালানপত্র ও ভুয়া হিসেব তৈরি করে অভিযুক্তরা কালোবাজারে ৮০ লাখ সরকারি ডিম বিক্রি করে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








