News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০২৫

লন্ডনে পানি সরবরাহ লাইন ফেটে বন্যা, আদালতও বন্ধ

লন্ডনে পানি সরবরাহ লাইন ফেটে বন্যা, আদালতও বন্ধ

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত মেরিলেবোন এলাকায় পানি সরবরাহ লাইন ফেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস’ কোর্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরের দিকে ঘটনার ফলে কয়েক হাজার গ্যালন পানি রাস্তায় ঢুকে যায়। মুহূর্তেই পুরো এলাকা পানিতে ভেসে যায়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনেক ভবনের নিচতলার জানালা ভেঙে গেছে এবং মানুষকে জীবন বাঁচাতে সাঁতরে বের হতে হয়েছে। জরুরি সেবাদানকারী সংস্থা প্রায় ১৪ জনকে নিচতলা ও বেসমেন্ট থেকে উদ্ধার করেছে।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, ঘটনাস্থলে আটটি ফায়ার ইঞ্জিন ও প্রায় ৬০ জন কর্মী উদ্ধার তৎপরতায় নিয়োজিত। এনফোর্ড স্ট্রিট ঘিরে উদ্ধার কাজ চলছে।

দীর্ঘদিন ধরে এলাকায় রেস্টুরেন্ট চালানো আজিজ আলি বিবিসিকে বলেন, “প্রথমে পানি বেসমেন্টে প্রবেশ করেছিল, তারপর দ্রুত উপরের তলায় উঠে যায়। কয়েক মিনিটের মধ্যেই পুরো জায়গা সমুদ্রের মতো হয়ে যায়। পরিস্থিতি এমন ভয়াবহ ছিল, মনে হচ্ছিল যুদ্ধক্ষেত্রে আছি।”

বন্যার কারণে আদালতের কার্যক্রমও ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি স্থগিত করা হয়েছে। ‘ডু নট ক্রস’ ফিতা দিয়ে পুরো এলাকা জনশূন্য রাখা হয়েছে।

আরও পড়ুন: নেতানিয়াহু মঞ্চে ওঠা মাত্রই বেরিয়ে গেলেন বিশ্বের শতাধিক কূটনীতি

স্থানীয়দের বরাতে বিবিসি জানিয়েছে, এই বন্যায় তাদের ঘরবাড়ি ও ব্যক্তিগত সম্পদ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই নিরাপদ আশ্রয়ে থাকলেও স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে যাওয়ার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়