News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৬, ৪ সেপ্টেম্বর ২০২৫

লিসবনে ভয়াবহ ট্রাম দুর্ঘটনায় নিহত ১৫, আহত ১৮

লিসবনে ভয়াবহ ট্রাম দুর্ঘটনায় নিহত ১৫, আহত ১৮

ছবি: সংগৃহীত

পর্তুগালের রাজধানী লিসবনে বিখ্যাত ‘গ্লোরিয়া ফানিকুলার’ ক্যাবল ট্রাম লাইনচ্যুত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন, যাদের মধ্যে একজন শিশু রয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। 
আহত ও নিহতদের মধ্যে কিছু বিদেশি নাগরিকও রয়েছেন, যদিও তাদের জাতীয়তা এখনও নিশ্চিত করা যায়নি।

দুর্ঘটনা বুধবার (০৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঘটে। ট্রামটি রেস্তোরাদোরেস স্কয়ার থেকে বাইরো আল্টো এলাকার দিকে উঠছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রামটি দ্রুতগতিতে নেমে আসার সময় নিয়ন্ত্রণ হারায় এবং একটি ভবনের সাথে সজোরে ধাক্কা খায়। 
একজন প্রত্যক্ষদর্শী বলছেন, ‘ট্রামটি প্রচণ্ড জোরে ভবনে আঘাত করে ভেঙে পড়ে যেন কাগজের বাক্স। কোনো ব্রেক কাজ করছিল না।’ অন্যরা জানালার মাধ্যমে লাফ দিয়ে প্রাণ রক্ষা করার চেষ্টা করেন।

দুর্ঘটনার পর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। রাতভর উদ্ধারকাজ ও ফরেনসিক তদন্ত চলেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক কানেকশন বা ব্রেকফেইল ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে। তবে আনুষ্ঠানিক কারণ এখনও নিশ্চিত হয়নি।

লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস বলেন, এটি আমাদের শহরের জন্য এক মর্মান্তিক দিন। লিসবন আজ শোকে আচ্ছন্ন। 

আরও পড়ুন: ফ্রান্সে পাঁচজনকে ছুরিকাঘাত, পুলিশের গুলিতে হামলাকারী নিহত

পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দে সুজা নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং দ্রুত দুর্ঘটনার কারণ উদঘাটনের আশ্বাস দিয়েছেন। 

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও শোক প্রকাশ করেছেন।

লিসবন সিটি কর্তৃপক্ষ এই দিনকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছে। 

পৌরসভা পরিচালিত গণপরিবহন সংস্থা ‘ক্যারিস’ জানায়, দুর্ঘটনায় কবলিত ট্রাম নিয়মিত রক্ষণাবেক্ষণের আওতায় ছিল। লিসবনে ক্যারিস পরিচালিত তিনটি ফানিকুলার লাইন রয়েছে, যা স্থানীয় এবং পর্যটকদের উভয়ের জন্য ব্যবহৃত হয়।

গ্লোরিয়া ফানিকুলার ১৮৮৫ সালে চালু হয় এবং এটি লিসবনের পাহাড়ি এলাকা থেকে সমতল ভূমিতে যাত্রীদের আনাগোনা সহজ করে। প্রতি বছর এই লাইনে গড়ে ৩০ লাখ মানুষ যাতায়াত করে। 

দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, হলুদ রঙের ট্রামটি উল্টে গিয়ে বিধ্বস্ত হয়েছে, এবং আশেপাশের লোকজনকে আতঙ্কিত হয়ে দৌড়াতে দেখা গেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়