ফ্রান্সে পাঁচজনকে ছুরিকাঘাত, পুলিশের গুলিতে হামলাকারী নিহত
ছবি: সংগৃহীত
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মার্শেইয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক হোটেল ম্যানেজার ও তার ছেলেসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানি ছাড়ালো ১৪০০
শহরের প্রসিকিউটর নিকোলাস ব্রেসন জানান, হামলাকারী তিউনিশিয়ার নাগরিক এবং ফ্রান্সের বৈধ অভিবাসী ছিলেন। তিনি দুটি ছুরি ও একটি ক্রোবার দিয়ে হামলা চালান। ভাড়া পরিশোধ না করায় তাকে হোটেল থেকে বের করে দেওয়া হয়েছিল বলেও জানান প্রসিকিউটর।
নিউজবাংলাদেশ.কম/এসবি








