News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৭, ২ আগস্ট ২০২৫

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

ফাইল ছবি

পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। 

শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ২টার কিছু পর আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০২ কিলোমিটার। 

ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) জানায়, ভূমিকম্পটির উৎপত্তি আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে, বাঘলান থেকে প্রায় ১২১ কিলোমিটার পূর্বে এবং ১২৪ কিলোমিটার গভীরে।

ইসলামাবাদ, পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। বিশেষ করে লাহোর, মুরি, সারগোধা, ওয়াহ ক্যান্ট, কাসুর, পেশোয়ার, সোয়াত, নওশেরা, দির, শাংলা, চরসাদ্দা, মারদান, হরিপুর, হাঙ্গু এবং বালাকোট অঞ্চল কেঁপে ওঠে।

আরও পড়ুন: গাজায় একদিনে নিহত ৮৩, মোট প্রাণহানি ছাড়াল ৬০ হাজার ৩০০

এছাড়া গিলগিট-বালতিস্তানের ঘিজারসহ আরও বেশ কয়েকটি জেলাতেও কম্পন টের পাওয়া যায়।

পাকিস্তানের বাইরেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারত, ভারত-অধিকৃত কাশ্মীর এবং আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা ভূমিকম্প অনুভবের কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়