News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪১, ২৬ জুলাই ২০২৫
আপডেট: ০৮:৪১, ২৬ জুলাই ২০২৫

ভিয়েতনামে বাস উল্টে শিশুসহ ১০ জন নিহত

ভিয়েতনামে বাস উল্টে শিশুসহ ১০ জন নিহত

ছবি: সংগৃহীত

ভিয়েতনামের মধ্যাঞ্চলে একটি ট্যুরিস্ট স্লিপার বাস উল্টে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। দুর্ঘটনায় আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সবাই ভিয়েতনামের নাগরিক।

শনিবার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে হা টিন প্রদেশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাজধানী হানোই থেকে পর্যটন শহর দা নাং যাওয়ার পথে বাসটি জাতীয় মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দিকনির্দেশক চিহ্নে আঘাত করে উল্টে যায়।

আরও পড়ুন: থাইল্যান্ডের ৮ জেলায় সামরিক আইন জারি  

একজন বেঁচে যাওয়া যাত্রী স্থানীয় সংবাদমাধ্যম ডান ত্রিকে বলেন, “মুহূর্তেই বাসটা উল্টে গেল। আমি সোজা হয়ে বসতেও পারছিলাম না। শরীর ও হাতে প্রচণ্ড আঘাত পেয়েছিলাম।” তিনি জানান, বাসের সামনের স্লিপার বাঙ্কে থাকা অনেকেই ঘটনাস্থলেই প্রাণ হারান।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়