News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৩৬, ২৫ জুলাই ২০২৫
আপডেট: ২১:৩৬, ২৫ জুলাই ২০২৫

থাইল্যান্ডের ৮ জেলায় সামরিক আইন জারি  

থাইল্যান্ডের ৮ জেলায়  সামরিক আইন জারি  

ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয় দিনের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত। প্রাণঘাতী এ সংঘাতে এখন পর্যন্ত ১৬ জন নিহত এবং ১ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সীমান্তঘেঁষা ৮ জেলায় সামরিক আইন জারি করেছে থাইল্যান্ড সরকার।

শুক্রবার (২৫ জুলাই) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চান্থাবুরি প্রদেশের সাতটি এবং ট্রাট প্রদেশের একটি জেলায় ইতোমধ্যে সামরিক আইন কার্যকর রয়েছে।

থাই সেনাবাহিনীর বর্ডার ডিফেন্স কমান্ডের কমান্ডার অ্যাপিচার্ট সাপ্রাসের্ট বলেন, “প্রাণহানি এড়াতে এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

গত ১৬ ও ২৩ জুলাই কম্বোডিয়ান ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হন ছয় থাই সেনা। এর মধ্যে দুইজন অঙ্গহানির শিকার হন। জবাবে বৃহস্পতিবার থাইল্যান্ড বিমান হামলা চালায়। থাইল্যান্ড অভিযোগ করেছে, কম্বোডিয়ান সেনারা ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের টার্গেট করছে।

সীমান্ত উত্তপ্ত হওয়ায় আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। সীমান্তে সেনা সমাবেশ বাড়িয়েছে দুই দেশ। সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে, ইন্টারনেট ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করারও হুমকি দিয়েছে ব্যাংকক। পাল্টা প্রতিক্রিয়ায় থাই পণ্য নিষিদ্ধ করেছে কম্বোডিয়া।

আরও পড়ুন: ঝালাওয়ারে স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু

সাম্প্রতিক সংঘাত থাইল্যান্ডের রাজনৈতিক অঙ্গনেও প্রভাব ফেলেছে। সাবেক এক কম্বোডীয় নেতার সঙ্গে ফোনালাপে সেনাবাহিনীকে সমালোচনা করায় প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে পদত্যাগ করতে হয়েছে।

দীর্ঘ ৮১৭ কিলোমিটার সীমান্তজুড়ে এর আগেও দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করেছিল। ২০১১ সালে একটি মন্দির ঘিরে সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন অন্তত ২০ জন।

সংঘর্ষ রোধে সংলাপের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়