ঝালাওয়ারে স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
রাজস্থানের ঝালাওয়ার জেলার মনোহর থানার অন্তর্গত পিপলোদি গ্রামের সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের একটি পুরোনো ভবনের ছাদ ধসে কমপক্ষে ৪ জন শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
আহত হয়েছে ১৭ জন, যাদের মধ্যে অন্তত ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ছাত্রছাত্রীরা যথারীতি স্কুলে উপস্থিত হয়। কিছুক্ষণের মধ্যেই ভবনের একটি পুরনো কক্ষের ছাদ হঠাৎ ভেঙে পড়লে ভিতরে থাকা শিশুরা ধ্বংসস্তূপে চাপা পড়ে যায়। দুর্ঘটনার সময় স্কুল প্রাঙ্গণে প্রায় ৪০ জন শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন।
ঝালাওয়ারের পুলিশ সুপার অমিত কুমার এনডিটিভি এবং পিটিআই-কে জানিয়েছেন, ঘটনাস্থলেই ৪ শিশুর মৃত্যু হয় এবং ১৭ জন আহত হয়েছে, যাদের মধ্যে ১০ জনকে ঝালাওয়ার জেলা হাসপাতাল ও মনোহর থানা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে জয়পুর মেডিকেল কলেজেও রেফার করা হচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন: শিক্ষক মাহেরীনের আত্মত্যাগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রশংসা
দুর্ঘটনার পরপরই এলাকাবাসী উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে। বিদ্যালয় থেকে শুরু করে আশপাশের লোকজন নিজেরা হাতে খুঁড়ে ধ্বংসস্তূপ সরাতে শুরু করেন। পরে জেলা প্রশাসনের নির্দেশে চারটি জেসিবি মেশিন ঘটনাস্থলে আসে এবং দুর্যোগ ব্যবস্থাপনা দল ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে বেশিরভাগ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, স্কুল ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। একাধিকবার জেলা শিক্ষা দপ্তরে ও গ্রাম পঞ্চায়েতে লিখিতভাবে ভবনের অবস্থা সম্পর্কে জানানো হলেও কোনো রক্ষণাবেক্ষণ বা সংস্কার হয়নি। বিদ্যালয়টি ১ম শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান করে থাকে।
রাজ্যের শিক্ষা মন্ত্রী মদন দিলাওয়ার দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেন, জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবার যেন যথাযথ সহায়তা পায়। পাশাপাশি তদন্ত করে দেখা হবে কেন এমন ভগ্ন ভবনে শিক্ষাদান চলছিল।
তিনি আরও জানান, ঝালাওয়ারের জেলা প্রশাসক ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে তিনি সরাসরি যোগাযোগ রেখেছেন এবং একটি স্বতন্ত্র তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, যারা আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








