শিক্ষক মাহেরীনের আত্মত্যাগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রশংসা
ছবি: সংগৃহীত
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবারের (২১ জুলাই) ভয়াবহ প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আন্তর্জাতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে এই ঘটনায় সাহসিকতার নজির স্থাপনকারী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর আত্মত্যাগ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে।
এ ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফেসবুকে প্রকাশিত এক আবেগঘন শোকবার্তায় মাহেরীনের বীরত্ব ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সংহতি প্রকাশ করেছেন।
বুধবার (২৩ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লেখেন, ঢাকার একটি স্কুলে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে আমি গভীরভাবে ব্যথিত। অনেক প্রাণহানি ঘটেছে—যাদের অধিকাংশই শিশু। আহত হয়েছেন শতাধিক। এ এক হৃদয়বিদারক ট্র্যাজেডি।
আরও পড়ুন: জাপানের সাথে `বিশাল` বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের
তিনি নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর অসামান্য সাহসিকতার উদাহরণ দিয়ে লেখেন, মাহেরীন প্রথমে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে আরও শিশুদের বাঁচাতে ধোঁয়া ও আগুনের মধ্যে ফিরে গিয়ে নিজেই মৃত্যুবরণ করেন। তার এই আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। এ এক বীরত্বের অনন্য দৃষ্টান্ত।
শোকবার্তায় আনোয়ার ইব্রাহিম জানান, তিনি বাংলাদেশের প্রতি মালয়েশিয়ার জনগণের সমর্থন জানিয়ে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি লিখবেন।
তিনি বলেন, এই শোকের সময়ে আমরা বাংলাদেশের পাশে আছি। প্রতিটি হারানো প্রাণ এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমাদের গভীর শোক ও সহানুভূতি।
আনোয়ার ইব্রাহিম আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এই দুঃখজনক সময়েও তার সরকার বাংলাদেশের পাশে থাকবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








