ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ হারাল ৬৭ ফিলিস্তিনি
ছবি: সংগৃহীত
গাজার উত্তরাঞ্চলে জাতিসংঘের ত্রাণ সহায়তা নিতে আসা কমপক্ষে ৬৭ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার (২০ জুলাই) এ ঘটনা ঘটে।
সোমবার (২১ জুলাই) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা তাৎক্ষণিক হুমকি মোকাবেলায় সতর্কতামূলক গুলি চালিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এদিন অন্যত্র ত্রাণের অপেক্ষায় থাকা অবস্থায় আরও ছয়জন নিহত হন। আহত হয়েছেন ১৫০ জনের বেশি, যাদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় আছেন।
এর আগের দিন শনিবারও ত্রাণ সংগ্রহের সময় ৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।
আরও পড়ুন: খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী
জাতিসংঘ বলছে, গাজার সাধারণ মানুষ চরম খাদ্য সংকটে ভুগছেন এবং সেখানে জরুরি ভিত্তিতে মৌলিক পণ্য ও খাদ্য সরবরাহ বাড়ানো প্রয়োজন।
উত্তর গাজায় হতাহতদের গাজার শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. হাসান আল-শায়ার বিবিসিকে জানান, 'হাসপাতালটি এখন আহতদের সঠিকভাবে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। অনেককে আশপাশের ফিল্ড হাসপাতালে পাঠাতে হচ্ছে।'
এদিকে ইসরায়েলি বাহিনী গাজার কেন্দ্রীয় ঘনবসতিপূর্ণ এলাকা দেইর আল-বালাহ থেকে স্থানীয় বাসিন্দা ও শরণার্থীদের তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। তাদের ভূমধ্যসাগর উপকূলের আল-মাওয়াসি অঞ্চলে চলে যেতে বলা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এ নির্দেশনা ভবিষ্যৎ একটি বৃহৎ স্থল অভিযান শুরুর ইঙ্গিত হতে পারে। এতে হাজারো ফিলিস্তিনির মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








