News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৪, ২১ জুলাই ২০২৫
আপডেট: ০৮:২৬, ২১ জুলাই ২০২৫

খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী

খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৭৫ বছর বয়সী এই নেতা বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন, তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে।

রবিবার (২০ জুলাই) এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। 

চিকিৎসকদের বরাতে বলা হয়, তার শরীরে পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহের লক্ষণ পাওয়া গেছে। বর্তমানে তিনি স্যালাইন নিচ্ছেন এবং নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, নেতানিয়াহু আগামী তিন দিন বাসা থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।

এর আগে ২০২৩ সালে নেতানিয়াহুর দেহে একটি পেসমেকার বসানো হয়। পরবর্তীতে, ২০২৪ সালের ডিসেম্বরে মূত্রনালিতে সংক্রমণের কারণে তার প্রোস্টেট অপসারণ করা হয়েছিল।

আরও পড়ুন: ইরানে ৫.৬ ও তাজিকিস্তানে ৪.০ মাত্রার ভূকম্পন

বর্তমানে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে নিশ্চিত করেছে তার দপ্তর।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়