News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫১, ৭ মে ২০২৫

ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ‘লজ্জাজনক’: ট্রাম্প

ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ‘লজ্জাজনক’: ট্রাম্প

ফাইল ছবি

কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমানে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৭ মে) ভোররাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোটলি, ভাওয়ালপুর ও মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। এই হামলায় অন্তত ৮ জন পাকিস্তানি নাগরিক নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।

ভারতীয় বাহিনীর হামলার পর, হোয়াইট হাউস থেকে এক জরুরি প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, এই ধরনের হামলা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। এটি একটি লজ্জাজনক পদক্ষেপ, যা উত্তেজনা প্রশমনের পরিবর্তে আরও বাড়িয়ে তুলবে। 

আরও পড়ুন: ভারত-পাকিস্তান উত্তেজনা: যে বার্তা দিল জাতিসংঘ

ভারত দাবি করেছে, তারা “অপারেশন সিন্দুর” এর আওতায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে। 

পাকিস্তান এই হামলাকে “লজ্জাজনক” আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

এই হামলার পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, এই ধরনের হামলা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। এটি একটি লজ্জাজনক পদক্ষেপ, যা উত্তেজনা প্রশমনের পরিবর্তে আরও বাড়িয়ে তুলবে। 

তিনি আশা প্রকাশ করেন যে, এই সংঘাত দ্রুত সমাধান হবে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়