News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১১, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ২২:০১, ১০ ফেব্রুয়ারি ২০২০

সিঙ্গাপুরের স্থপতি লিয়ের সমালোচনা করায় কিশোর গ্রেফতার

সিঙ্গাপুরের স্থপতি লিয়ের সমালোচনা করায় কিশোর গ্রেফতার

সদ্য প্রয়াত সিঙ্গাপুরের স্থপতি ও দেশটির প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউয়ের সমালোচনা করায় ১৭ বছরের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। লিয়ের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের দিন, গতকাল রোববারই আমোস-ই নামের ওই কিশোরটিকে আটক করা হয়। বিবিসি।

আমোসের করা একটি অনলাইন ভিডিও ছড়িয়ে পড়লে শোকার্ত সিঙ্গাপুরিয়ানদের মধ্যে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। পুলিশের কাছে ভিডিওটি প্রসঙ্গে ২০ টির বেশি রিপোর্ট জমা পড়ে।

প্রসঙ্গত, লি রাষ্ট্রীয় কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার জন্য পরিচিত ছিলেন। এছাড়া, সিঙ্গাপুরে ঘৃণাত্মক বিবৃতির বিরুদ্ধে কঠোর আইন রয়েছে।

আমোস-ই ৮ মিনিটের উক্ত ভিডিওটি গত শুক্রবার পোস্ট করে। ভিডিওতে সিঙ্গাপুরের স্থপতি লিয়ের মৃত্যুতে উল্লসিত প্রকাশ করে কর্তৃত্ববাদী শাসনের সমালোচনা করা হয়। খ্রীষ্টধর্মাবলম্বীদেরও সমালোচনা করা হয় ওই ভিডিও পোস্টে।

লিয়ের মৃত্যুতে শোকার্ত সিঙ্গাপুরিয়ানদের মধ্যে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া দেখে আমোস-লি ভিডিওটি পোস্ট করার পরপরই সরিয়ে ফেলে। তবে, ইউটিউবে ভিডিওটির রয়ে যাওয়া কপি ছড়িয়ে পড়ে।   

সিঙ্গাপুর পুলিশের এক মুখপাত্র বিবিসিকে আটকের খবর নিশ্চিত করলেও তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আনা হয়েছে সে প্রসঙ্গে বিস্তারিত কিছু জানায় নি।

মানহানি সিঙ্গাপুরের আইনে অপরাধমূলক কাজ না হলেও জাতি ও ধর্মবিদ্বেষের বিরুদ্ধে দেশটিতে কঠোর আইন রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়