খাগড়াগড় বিস্ফোরণের চার্জশিটে চার বাংলাদেশি
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় দেওয়া চার্জশিটে অন্যদের সঙ্গে চার বাংলাদেশিকে অভিযুক্ত করা হয়েছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) আজ সোমবার কলকাতার বিশেষ আদালতে এই চার্জশিট জমা দেয়।
সংশ্লিষ্ট সূত্র নিউজবাংলাদেশকে খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, চার্জশিটে মোট ২৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে, ভারতীয় গণমাধ্যমে ২১ জনের কথা উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত চার বাংলাদেশি হলেন- শেখ রহমতুল্লাহ সাজিদ, হাকিম, ডালিম এবং আমজাদ আলি। এদের মধ্যে সাজিদের বাড়ি নারায়ণগঞ্জে বলে জানা গেছে।
বর্ধমানে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার ১৭৭ দিনের মাথায় এনআইএ ১৬৪ পাতার চার্জশিট জমা দিল। চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ, প্রশিক্ষণ, নিয়োগ, নাশকতা এবং ষড়যন্ত্রসহ একাধিক ধারায় অভিযোগ এনে জামিন অযোগ্য মামলা করা হয়েছে।
এনআইএ জানায়, চার্জশিটভুক্তদের মধ্যে ৮ জন পলাতক। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
তদন্ত সংস্থা এনআইএ অভিযোগ করেছে, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াত-উল-মুজাহিদিন (জেএমবি) ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছিল। বাংলাদেশে নাশকতা ঘটানোর উদ্দেশে জেএমবি পার্শ্ববর্তী দেশে এ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলে বলে ভারতীয় কর্মকর্তাদের দাবি।
বর্ধমানের খাগড়গড়ের একটি বাড়িতে গত বছর ২ অক্টোবর ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে শাকিল গাজি এবং করিম শেখ নামে দুইজন নিহত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এনআইএ ঘটনার তদন্তে নামার পর চাঞ্চল্যকর এসব তথ্য প্রকাশিত হয়।
এনআইএয়ের তদন্তে আসাম, ঝাড়খণ্ডসহ পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমানের পাশাপাশি নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে জেএমবির জঙ্গি নেটওয়ার্ক গড়ে তোলার দাবি করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








