গো-মাংস বিক্রির দায়ে মহারাষ্ট্রে তিন জনের বিরুদ্ধে মামলা
গো-মাংস বিক্রির অভিযোগে মহারাষ্ট্রে তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতের পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যে বিজেপি সরকার গরু হত্যা, ভক্ষণ ও বিক্রি নিষেধ সংক্রান্ত বিতর্কিত আইন জারির পর প্রথমবারের মতো কোন মামলা নথিভুক্ত করলো পুলিশ।
মহারাষ্ট্রের নাশিক জেলায় তিন ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করে পুলিশ। মামলা হওয়ার পর থেকে আসিফ তালাথি, হামীদ ও রাশিদ নামের ওই তিন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তাদের কাছ থেকে ৩৫ হাজার রুপির ১৫০ কেজি গরুর মাংস উদ্ধার করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। এনডিটিভি।
প্রসঙ্গত, মহারাষ্ট্র পশু রক্ষা আইন (১৯৭৬) অনুযায়ী গরু ও ষাঁড় হত্যা, ভক্ষণ ও বিক্রি নিষেধ ছিল। তবে ১৯৯৫ সালে শিবসেনা শাসনামলে এই আইন সংশোধন হয়। পরে, এবছর মার্চের শুরুতে মহারাষ্ট্রে গো-মাংস খাওয়া এবং গো হত্যাকাণ্ডকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দেয় বিজেপি সরকার।
এদিকে, এই আইন জারির পর থেকেই মুসলিম সম্প্রদায়সহ বিভিন্ন মহল জনগনের জীবনাচার ও খাদ্যাভাসের ওপর হস্তক্ষেপ বলে সমালোচনা করে আসছেন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








