News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৪, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১৩, ১৮ জানুয়ারি ২০২০

ককপিট থেকে বেরিয়ে গিয়েছিলেন বিধ্বস্ত জার্মান বিমানের এক পাইলট

ককপিট থেকে বেরিয়ে গিয়েছিলেন বিধ্বস্ত জার্মান বিমানের এক পাইলট

ফ্রান্সের আল্পসে দেড়শ আরোহীসহ জার্মান বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ককপিট থেকে এক পাইলট বেরিয়ে গিয়েছিলেন। বিধ্বস্ত বিমানের উদ্ধারকৃত ব্ল্যাকবক্স থেকে এ তথ্য পাওয়া গেছে। বিবিসি।

ব্ল্যাকবক্স থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা গেলেও বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা সম্ভব হয়নি। বিমানটির দ্বিতীয় ব্ল্যাকবক্সের সন্ধানে এখনো অনুসন্ধান তৎপরতা চালানো হচ্ছে।

বিবিসি জানায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ককপিট থেকে এক পাইলট বেরিয়ে যাওয়ার পরে পুনরায় ফিরে আসার সময় ককপিটের দরজায় বেশ কয়েকবার জোরে আঘাতও করেছিলেন। তবে, তিনি ককপিটে পুনরায় ঢুকতে পেরেছিলেন কি না তা জানা সম্ভব হয়নি।

সার্বিক তথ্য উদ্ঘাটন করতে বেশ কয়েকদিন এমন কি সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন।

যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে হেলিকপ্টার অথবা কেবল পায়ে হেঁটে পৌঁছানো সম্ভব। তবুও, কুয়াশাসহ প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে শত শত উদ্ধারকর্মী গতকালই ঘটনাস্থলে বড় ধরনের তল্লাশি অভিযান শুরু করেন।

মঙ্গলবার ফ্রান্সের আল্পস পর্বতমালায় ১৪৪ যাত্রী ও ছয় জন ক্রুসহ একটি জার্মান বিমান বিধ্বস্ত হয়। জার্মান এয়ারলাইন জার্মানউইংসের এয়ারবাস এ৩২০ বিমানটির আরোহীদের সবাই নিহত হন।

নিহত আরোহীদের পরিবার ও স্বজনেরা দুর্ঘটনাস্থলের দিকে এরই মধ্যে রওনা হয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়ের উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার স্থান পরিদর্শন করেন।

কর্মকর্তাদের ধারণা, উড়োজাহাজটির ১৪৪ জন যাত্রীর মধ্যে ৬৭ জনই জার্মান নাগরিক। ছিল স্পেনের ৪০ জন নাগরিক। পাশাপাশি অস্ট্রেলিয়া, জাপান, কলাম্বিয়া, তুরস্ক, ডেনমার্ক, নেদারল্যান্ডস, বেলজিয়াম, যুক্তরাজ্য ও আর্জেন্টিনার নাগরিকেরাও উড়োজাহাজটিতে ছিল বলে ধারণা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়