News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৯, ২৯ আগস্ট ২০২৫

ইসরায়েলি হামলায় নিহত ইয়েমেনের হুথি প্রধানমন্ত্রী আল-রাহাবি

ইসরায়েলি হামলায় নিহত ইয়েমেনের হুথি প্রধানমন্ত্রী আল-রাহাবি

হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি। ফাইল ছবি

দখলদার ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের হুথি গোষ্ঠীর প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবি নিহত হয়েছেন।

ইয়েমেনের আল-জুমহুরিয়া চ্যানেলের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানায়, বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে হামলার সময় আল-রাহাবি নিহত হন। এসময় তার সঙ্গে আরও কয়েকজন সহযোগীও ছিলেন বলে স্থানীয় পত্রিকা এদেন আল-গাদ জানিয়েছে।

এর আগে হুথিদের নেতা আবদুল মালিক আল-হুথির পূর্বঘোষিত ভাষণ শুনতে সানার বাইরে জড়ো হয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রীসহ গোষ্ঠীর ১০ শীর্ষ নেতা। সেই সভা লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এতে বেশ কয়েকজন হতাহত হন।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ

গৃহযুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের একাংশ ইরানসমর্থিত হুথিদের নিয়ন্ত্রণে, আরেকাংশ সৌদি আরব ও পশ্চিমা সমর্থিত সরকারের হাতে। এ অংশের প্রধানমন্ত্রী হলেন সালেম সালেহ বিন ব্রাইক।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়