চমক নিয়ে আসছে স্মার্টওয়াচ ওলিও
বেশকিছু নতুন ফিচার নিয়ে এই গ্রীষ্মেই বাজারে আসছে টেক জায়ান্ট অ্যাপলের একটি উঁচুমানের প্রযুক্তিপণ্য স্মার্টওয়াচ ‘ওলিও’। স্মার্টওয়াচটি একই সাথে গুগল, পিক্সার, নাসা, মোভাডো আর অ্যাপলের সাবেক প্রতিষ্ঠাতা, ডিজাইনার এবং ডেভেলপারদের যৌথ সৃষ্টি।
বাজারে প্রচলিত স্মার্টওয়াচগুলোর মতো কল করা, মেসেজ পাঠানো ইত্যাদি কাজগুলো ছাড়াও বাড়ির কানেক্টেড থার্মোস্ট্যাট, লাইট, গ্যারেজের দরজা এবং সাউন্ড সিস্টেমও নিয়ন্ত্রণ করা যাবে ওলিও স্মার্টওয়াচের মাধ্যমে। অন্যান্য স্মার্টওয়াচ নির্মাতা প্রতিষ্ঠানগুলো এ ফিচার আনার কথা বললেও ‘ওলিও’ এ ফিচার নিয়ে এই গ্রীষ্মেই বাজারে আসছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, স্যান ফ্রান্সিসকোভিত্তিক স্টার্টআপ ওলিও’র সহপ্রতিষ্ঠাতা হিসেবে আছেন স্টিভেন জেকবস, ইভান উইলসন এবং এজে কুপার। স্মার্টওয়াচ ব্যবহারকারীদের মাত্রাতিরিক্ত নোটিফিকেশন ঝামেলা থেকে মুক্তি দেওয়াই প্রতিষ্ঠানটির প্রধান উদ্দেশ্য। ব্যবহারকারীর অভ্যাস ও পছন্দ অনুযায়ী শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কেই ব্যবহারকারীকে নোটিফাই করবে ওলিও।
আর অপারেটিংয়ের বেলায় অন্যদের মতো না চলে এটি চলবে নিজস্ব অপারেটিং সিস্টেমে। বিনিয়োগের জন্য কিকস্টারটার বা ইন্ডিগোগোর মতো ক্রাউডফান্ডিং ব্যবহার করেনি ওলিও। এমনকি বেশিরভাগ স্মার্টওয়াচের মতো গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমও ব্যবহার করেনি।
ওলিও স্টিল কালেকশনের স্মার্টওয়াটির দাম ৫৯৫ ডলার আর ব্ল্যাক কালেকশন সংস্করণটির দাম ৭৪৫ ডলার।
স্টেইনলেস স্টিলের কেসিংয়ের গোলাকার ডায়ালের ‘ওলিও’ স্মার্টওংয়াচ পানি এবং ধুলা প্রতিরোধী।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








