যশোরে তিন হাজার পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল
যশোর: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অবহেলার কারণে প্রায় তিন হাজার এইচ এস সি পরীক্ষার্থী প্রবেশপত্রে ভুল থাকার কথা জানিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ। তারা বলছেন, আগামী দুই দিনে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। তাই পরীক্ষার পর এই সমস্যার সমাধান করা হবে।
অভিযোগে জানা গেছে, আগামী ১ এপ্রিল থেকে সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। কিন্তু এখনও প্রায় তিন হাজার এইচ এস সি পরীক্ষার্থী তাদের প্রবেশপত্র হাতে পাননি। এই তিন হাজার পরীক্ষার্থীর প্রবেশপত্র ভুল হবার কারণে কলেজ কর্তৃপক্ষ সারাদিনই বোর্ডে দৌড় ঝাপ করে যাচ্ছেন। কিন্তু কোন দৌড় ঝাপেই তাদের এই সমস্যা সমাধান হচ্ছে না। উপরন্তু কলেজগুলোর স্টাফ বা এই ভুল সংশধোনে আসা শিক্ষক এবং অন্য স্টাফরা হয়রানির শিকার হচ্ছেন বোর্ডের স্টাফদের হাতে।
রোববার সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টাফদেরকে বোর্ডের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক সমীর কুমার কুন্ডুর রুমে ভীড় করতে দেখা যায়। এখানে উপস্থিত চুয়াডাঙ্গা আব্দুল ওয়াদুদ কলেজের অফিস সহকারি আব্দুর রহমান জানান, তিনি গত এক সপ্তাহ ধরে বোর্ডে দৌড়াদৌড়ি করেও তার কলেজের তিন জন পরীক্ষার্থীর প্রবেশপত্র সংশোধন করতে পারেননি। একই অভিযোগ করেন যশোর খাজুরা কলেজের অফিস সহকারি হরিদাস বিশ্বাস।
এ ব্যাপারে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক সমীর কুমার কুন্ডু জানান, “এবার প্রবেশপত্রে খুব বেশি ভুল হয়েছে। তা প্রায় আড়াই থেকে তিন হাজার হবে। কিন্তু পরীক্ষার মাত্র দুই দিন বাকি। এই দুই দিনের মধ্যে এত ভুলের সংশোধন করা সম্ভব হবে না। তাই পরীক্ষার পর এই ভুল সংশোধন করিয়ে নেবার জন্য শিক্ষার্থীদের কাছে অনুরোধ জানাচ্ছি।
এদিকে রোববার পর্যন্ত বোর্ড কর্তৃপক্ষ এবারের চুড়ান্ত পরীক্ষার্থীর সংখ্যা জানাতে পারেননি। এই পরিসংখ্যান তৈরি হতে আরো একদিন সময় লাগবে বলে জানান বোর্ড কর্তৃপক্ষ।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








