মনোনয়ন জমা দিলেন বাবলু সাঈদ ববি, তুললেন মিন্টুপুত্র
ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন, জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও ববি হাজ্জাজ। এছাড়া শেষ দিনেও মনোনয়নপত্র তুলেছেন ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিখ আউয়াল।
রোববার শেষ দিনে ১১টা ২০ মিনিটে ঢাকা উত্তরের সম্ভাব্য মেয়র প্রার্থী ববি হাজ্জাজ মনোনয়পত্র জমা দেন। দেড়টার দিকে জমা দেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
এদিকে উত্তর সিটি করপোরেশনে রোববার শেষ দিনে মনোনয়নপত্র তুলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিখ আউয়াল।
দক্ষিণে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন।
ঢাকা উত্তরে শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত ২৮ জন সম্ভাব্য মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে শনিবার জমা দিয়েছেন তিন জন।
দক্ষিণে শনিবার বিকেল পর্যন্ত মেয়র পদে ৩০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে চারজন জমা দিয়েছেন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ মার্চ, যাচাই-বাছাই ১ ও ২ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল মঙ্গলবার।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এফএ
নিউজবাংলাদেশ.কম








