News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫০, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ২১:০০, ১৮ জানুয়ারি ২০২০

ড. ইউনূস দুর্নীতি করে থাকলে খতিয়ে দেখা হবে: দুদক চেয়ারম্যান

ড. ইউনূস দুর্নীতি করে থাকলে খতিয়ে দেখা হবে: দুদক চেয়ারম্যান

ঢাকা: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও  নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস দুর্নীতি করে থাকলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর চেয়ারম্যান মো. বদিউজ্জামান।

আজ রোবাবার দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫ উদযাপন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ স্লোগানকে প্রতিপাদ্য করে দুদকের প্রধান কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিজয়নগর-পল্টন-প্রেসক্লাব হয়ে দুদক কার্যালয়ে এসে শেষ হয়।

মানববন্ধনে দুদক চেয়ারম্যান বলেন, ‘‘আমরা সবাই মিলে যদি দুর্নীতিবাজদের ঘৃণা করি তাহলে তারা দুর্নীতি করতে আগ্রহী হবে না। তাদের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হবে। দুর্নীতি দমন করতে হলে দেশের রাজনীতিবিদসহ সবাইকে এ ব্যাপারে সহায়তা করতে হবে।’’

র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন, দুদক কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দিন আহমেদ, সচিব মাকসুদুল হাসান খান, জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্যসহ কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস ও তার সহযোগীরা প্রায় ১০০ মিলিয়ন ডলার ক্ষুদ্রঋণ সহায়তার অর্থ অন্যখাতে সরিয়েছেন। ক্ষুদ্রঋণ কার্যক্রমে যুক্ত নয় এমন কোম্পানিতে ওই অর্থ সরানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়