মহেশপুরে দুই গৃহবধূর লাশ উদ্ধার
ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৯টার দিকে লাশ দু’টি উদ্ধার করা হয়। নিহতরা হলেন, মহেশপুর উপজেলার হুদোপাড়া গ্রামের মাহাবুব মিয়ার স্ত্রী রেবেকা খাতুন (২১) ও একই উপজেলার খোশালপুর গ্রামের মন্টু মিয়ার স্ত্রী রিজিয়া খাতুন (৩২)।
মহেশপুর থানার ওসি লিয়াকত হোসেন জানান, জেলার মহেশপুর উপজেলার হুদোপাড়া গ্রামের কৃষক মাহাবুব মিয়ার সাথে তার স্ত্রী রেবেকা খাতুনের টাকা-পয়সাসহ সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। এর জের ধরে গত (শনিবার) রাতে উভয়ের মধ্যে ঝগড়া হয়। পরে সকাল ৯টার দিকে নিজ ঘরের আড়ায় রেবেকার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
অন্যদিকে একই উপজেলার খোশালপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে রিজিয়া খাতুন (৩২) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করে বলে সূত্র জানায়।
উভয়ের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসআরআর/এফই
নিউজবাংলাদেশ.কম








