News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:০৭, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ২১:০১, ১৮ জানুয়ারি ২০২০

‘দেশের মানুষের রক্তের বিনিময়ে মাংস বিক্রি করতে চাই না’

‘দেশের মানুষের রক্তের বিনিময়ে মাংস বিক্রি করতে চাই না’

ঢাকা: ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। বন্ধু কখনো রক্ত নিতে পারে না। আমরা দেশের মানুষের রক্তের বিনিময়ে মাংস বিক্রি করতে চাই না। একথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ মো. আবদুল বারেক।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে জ্বালাও-পোড়াও, হরতাল-অবরোধ ও বিএসএফ- এর অমানবিক আচরণের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন।

তিনি এসময় আরো বলেন, ‘‘রক্তের বিনিময়ে যে মাংস দেশে আসে সে মাংস দেশের জনগণ খাবে কীনা তা ভাবতে হবে। জাতি হিসেবে আমরা স্বাধীনচেতা। সরকার যদি সহযোগিতা করে তাহলে আমরা মাংসের বিকল্প পথ সৃষ্টি করতে পারবো।’’

তিনি বলেন, ‘‘বর্ষাকালে ভারত ফারাক্কার পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে যেমন ডুবিয়ে দেয়, তেমনি করে কোরবানী ঈদ এলে গরু-মহিষ ছেড়ে দিয়ে দেশের কৃষকদেরকে সর্বশান্ত করে। অথচ অন্য সময় গরু আনতে গেলে পাখির মতো আমাদেরকে গুলি করে মারে।’’

ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামিম আহম্মেদ বলেন, ‘‘রমজান মাসে রোজাদারদের কথা বিবেচনা করে দেশীয় চাহিদা পূরণ না করে বিদেশে মাংস রপ্তানি বন্ধ করতে হবে। হোটেল-রেস্টুরেন্টে বিলাসবহুল মাংস খাওয়াও বন্ধ করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, ভারতের সাথে যে ট্রানজিট চুক্তি হয়েছে তাকে কাজে লাগিয়ে আমাদেরকে রাজপথ দিয়ে গরু আমদানি করতে হবে। অথবা নেপাল-ভুটান থেকে সরাসরি গরু আমদানি করতে হবে।

এসময় বক্তারা আরো বলেন, ভারতের গরু ব্যাপারিরা নেপাল-ভুটান থেকে গরু কিনে আমাদের দেশে পাঠায়। তাহলে আমরা কেন সরাসরি সেসব দেশ থেকে গরু আনতে পারব না?

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাংস ব্যাবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম, সহ-সভাপতি কাজী আনোয়ার হোসেন, খলিলুর রহমান প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়