ধানমণ্ডি লেক থেকে রেলমন্ত্রীর ভাইয়ের লাশ উদ্ধার
ঢাকা: রাজধানীর ধানমণ্ডি লেক থেকে রেলমন্ত্রী মুজিবুল হকের বড় ভাই সাবেক সচিব এবিএম আবদুল লতিফের লাশ পাওয়া গেছে। এখনও তার মৃত্যুর কারণ জানতে পারেনি পুলিশ।
তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, রাতে লেকের ধারে হাঁটতে বেরিয়ে পা পিছলে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
উদ্ধারের পর লাশটি দুপুর সোয়া ১টার দিকে লতিফের ধানমন্ডির ৫ নং সড়কের ২৩/১ নং বাসায় নেয়া হয়।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডির ২ নম্বর রোডের মাথায় বিজিবি গেইট সংলগ্ন লেকে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।
মহানগর পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার খান মো. রেজাউল নিউজবাংলাদেশকে জানান, শনিবার রাত ৯টার দিকে ধানমণ্ডির বাসা থেকে লেকের পাড়ে হাঁটতে বের হন আবদুল লতিফ। এরপর থেকে তাকে খুঁজে পাচ্ছিলেন না তার পরিবার। এর পরিপ্রেক্ষিতে রোববার সকাল ১১টার দিকে তার পরিবারের সদস্যরা সাধারণ ডায়েরি (জিডি) করতে ধানমন্ডি থানায় আসেন। কিন্তু ঠিক সে মুহূর্তেই এক পথচারী থানায় এসে খবর দেয় যে, ধানমন্ডি লেকে এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে লাশটি আবদুল লতিফের। পরে লাশটি উদ্ধার করে তার বাসায় নিয়ে আসা হয়।
রেজাউল ইসলাম জানান, লাশটি উদ্ধারের সময় আবদুল লতিফের হাতের মুঠোয় ঘাস ছিল এবং তার মুখ সাদা হয়ে গিয়েছিল। এ থেকে ধারণা করা হচ্ছে তিনি (লতিফ) রাতে হাঁটতে বেরিয়ে পা পিছলে লেকের পানিতে পড়ে মারা গেছেন।
তবে এ মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এ সময় আবদুল লতিফের বাসায় র্যাব, পুলিশ ও সিআইডির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন।
আব্দুল লতিফ সর্বশেষ ২০০২ সালে ভূমি মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি দুই মেয়ে এক ছেলের বাবা।
খবর শুনে লতিফের বাসায় উপস্থিত হন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি সাংবাদিকদের বলেন, “এটা স্বাভাবিক মৃত্যু। এটা কোনো হত্যাকাণ্ড নয়। ওনার হার্টের অসুখ ছিল। হাঁটতে গিয়ে তিনি হয়তো পা ফসকে পড়ে গিয়ে মারা গেছেন।
নিউজবাংলাদেশ.কম/এএইচ/এফএ/এফই
নিউজবাংলাদেশ.কম








