News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:২৮, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৩৯, ১৮ জানুয়ারি ২০২০

মনোনয়নপত্র জমা দিলেন মনজুর আলম

মনোনয়নপত্র জমা দিলেন মনজুর আলম

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার শেষ দিনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। 

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি আমির খসরু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম এবং উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি এসএম ফজুলল হক উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের পদ ছেড়ে দিয়ে আসন্ন নির্বাচনে একই পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন মনজুর আলম।

ওই দিন বিকেল চারটার দিকে তিনি মেয়র পদ থেকে পদত্যাগ করেন। এর পরেই তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনজুর আলম বলেছেন, “চট্টগ্রামের জন্য তিনি সাধ্যমতো কাজ করেছেন। চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষে এবং বাংলাদেশ জতীয়তাবাদী দলের সমর্থনে মেয়র পদে প্রার্থী হয়েছি। পাঁচ বছর দায়িত্ব পালনে সহযোগিতার জন্য আমি নগরবাসীর কাছে কৃতজ্ঞ।”

এর আগে বুধবার সন্ধ্যায় ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন’ সংবাদ সম্মেলন করে মেয়র প্রার্থী হিসেবে মনজুর আলমের নাম ঘোষণা করে।

উল্লেখ্য, শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত চট্টগ্রাম সিটিতে মেয়র পদে ১৮ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৯৪ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫৫৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে তিন জন মেয়র প্রার্থী, চার জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ও ৪৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার দাখিল করলেন মনজুর আলম। আর এদিনই শেষ হচ্ছে মনোনয়নপত্র জমার সময়সীমা। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই হবে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়