নড়াইলে আটক ৫২
নড়াইল: নড়াইলে বিশেষ অভিযান চালিয়ে বিএনপির এক নেতাসহ ৫২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও অভিযোগে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন লোহাগড়া উপজেলা কাশিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আলি মিয়া (৪৫)।
নড়াইল পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, অভিযানে নড়াইল সদর থেকে ১৭ জন, লোহাগড়ায় ১৫ জন, কালিয়ায় ১০ জন ও নড়াগাতি থেকে ১০ জনকে আটক করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








