News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৮, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৩৯, ১৮ জানুয়ারি ২০২০

দুর্নীতিবিরোধী পদযাত্রা

দুর্নীতিবিরোধী পদযাত্রা

জেলা সংবাদদাতা, পাবনা ও ভোলা: ‘সবাই মিলে শপথ করি, দুর্নীতবাজদের ঘৃণা করি’ এ স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫ পালন উপলক্ষে পাবনা ও ভোলা জেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী মাবনবন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

পাবনা সংবাদদাতা জানান, শনিবার সকালে শহরের বীর মক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনের সামনের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে দুর্নীতি বিরোধী পদযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মোড়ে গিয়ে শেষ হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শিবজিত নাগের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন, পাবনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক মাহমুদ হাসান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যাপক শাহ নেওয়াজ সালাম, অধ্যাপক দাইয়েন উদ্দিন খান, সম্পাদক নাদিরা আকতার, সদস্য প্রবীণ সাংবাদিক আনোয়ারুল হক, অ্যাডভোকেট জিনাত আরা, বনমালী শিল্পকলার সম্পাদক আবুল মাসুদ লাল, পাবনা প্রেসক্লাবের সহ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকী প্রমুখ।

এছাড়া পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সততা সংঘের শিক্ষীর্থী ও শিক্ষকবৃন্দ দুর্নীতি বিরোধী বিভিন্ন ফেস্টুন হাতে এই কর্মসুচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।


ভোলা সংবাদদাতা জানান, ভোলায় ‘সবাই মিলে শপথ করি দুর্নীতিবাজদের ঘৃণা করি ” এই স্লোগানকে সামনে রেখে  দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে শনিবার পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শহরের কে-জাহান মার্কেটের সামনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ঘণ্টাব্যাপী মানবন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সেলিম রেজা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এম ফারুকুর রহমান, কমিউনিস্ট পার্টির ভোলা জেলা কমিটির সভাপতি মোবাশ্বের উল্যাহ চৌধুরী, অ্যাভোকেট এ কে এম শাহজাহান,  ছাত্র ইউনিয়নের ভোলা জেলা কমিটির সম্পাদক রিয়াজ মাহামুদসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

 নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়