বাড্ডায় নারীর রহস্যজনক মৃত্যু
ঢাকা: রাজধানীতে লাভলী বেগম (২৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় উত্তর বাড্ডার বাউলিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাভলীর মা আলেয়া বেগম এবং ভাই বিল্লাল হোসেন জানায়, ছয় মাস আগে গার্মেন্টস শ্রমিক মো. মিন্টুর মিয়ার সঙ্গে লাভলীর বিয়ে হয়। এরপর থেকে তারা উত্তর বাড্ডার বাউলিয়া পাড়াতেই থাকত।
তারা জানান, সন্ধ্যায় খবর পেয়ে বাউলিয়া পাড়ার ওই বাসায় গিয়ে তারা অজ্ঞান অবস্থায় লাভলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। লাভলীর গলায় কালো দাগ রয়েছে বলেও জানান তারা।
ঢামেক পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস ঘটনান সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি রহস্যজনক। ঘটনার পর থেকে লাভলীর স্বামীকে পাওয়া যাচ্ছে না।”
নিউজবাংলাদেশ/এএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম








