News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৩, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২১, ১৮ জানুয়ারি ২০২০

সংবাদপত্রের এই অবস্থান দেশের জন্য দুর্ভাগ্যের

সংবাদপত্রের এই অবস্থান দেশের জন্য দুর্ভাগ্যের

ঢাকা: অপহরণের সংবাদ বড় করে ছাপা হয় কিন্তু উদ্ধারের সংবাদ গুরুত্ব পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি বলেছেন, সংবাদপত্রের এই অবস্থান বাংলাদেশের জন্য দুর্ভাগ্যের।

শনিবার র‌্যাবের একাদশতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্যে একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, “ব্যাপক সংখ্যক অপহৃত ব্যক্তিকে র‌্যাব তাদের পরিবারের কাছে পৌঁছে দিয়েছে। কিন্তু সেই সংবাদ খুব বেশি পত্রিকায় দেখা যায়নি।”

প্রধানমন্ত্রী বলেন, “অপহরণ হলে যতোটা দেখা যায়, উদ্ধারের পর খবরটা বেশি নেয়া হয় না। জানি না, এটা সাংবাদিকতার দুর্বলতা নাকি সংবাদের গুরুত্ব কোনটাকে দিতে হবে। মানে অপরাধটাকে যতোটা গুরুত্ব দেওয়া হয়, অপরাধী যখন ধরা পড়ে বা সেটাকে যখন শোধন করা হয়- সেটার গুরুত্ব একটু কমই পাওয়া যায়। সেটা আমাদের দেশের জন্য দুর্ভাগ্য।”

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে র‌্যাবের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়