News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৫, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৩৭, ১৮ জানুয়ারি ২০২০

বিএনপি নির্বাচনে আসায় গণতন্ত্রের বিজয় হয়েছে: মোহাম্মদ নাসিম

বিএনপি নির্বাচনে আসায় গণতন্ত্রের বিজয় হয়েছে: মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: আসন্ন সিটি নির্বাচনে বিএনপি অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,“বিএনপি সিটি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে চলমান গণতন্ত্রের বিজয় নিশ্চিত করেছে। না হলে তারা গণতন্ত্রের পথ থেকে হারিয়ে যেতো।”

শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধীনে নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি দল বা ব্যক্তির জন্য সমান সুযোগ থাকবে বলে তিনি সকলকে নিশ্চিত করেন।

খালেদা জিয়াকে আন্দোলনে ব্যর্থ নেত্রী উল্লেখ করে নাসিম বলেছেন,“দেশের সাধারণ মানুষকে হত্যা করে কোনো আন্দোলনে বিজয় লাভ করা যায় না।”

তিনি বলেন,“নির্বাচন ছাড়া একটি রাজনৈতিক দল বেঁচে থাকতে পারে না। গণতান্ত্রিক রাজনীতিতে একটি রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়া গণতন্ত্রকে শুধু সুসংহতই করে না। দলীয় নেতাকর্মীদেরও চাঙ্গা করে।”

এ সভায় মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনাকে নাকচ করে দিয়ে মোহাম্মদ নাসিম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, “যতই হুমকি ধমকি দেন না কেনো, ২০১৯ সালের নির্ধারিত সময়ের একদিন আগেও কোনো নির্বাচন নয়। আর সে নির্বাচন হবে সংবিধান মেনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধীনে।”

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের  উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি মানুষের আস্থা ফিরেছে উল্লেখ করে তিনি বলেছেন, “টানা অবরোধ ও দফায় দফায় হরতাল ঘোষণার পরও জনজীবন স্বাভাবিক থাকায় প্রমাণিত হয়েছে, খালেদা জিয়ার হরতাল-অবরোধ এখন তামাশায় পরিণত হয়েছে।”

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। সভায় অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, আব্দুল মজিদ মন্ডল এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়