News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫২, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৩৮, ১৮ জানুয়ারি ২০২০

নারায়ণগঞ্জে ১০ পুণ্যার্থীর মৃত্যুতে খালেদার শোক

নারায়ণগঞ্জে ১০ পুণ্যার্থীর মৃত্যুতে খালেদার শোক

নারায়ণগঞ্জ: জেলার বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ১০ পুণ্যার্থী নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এক শোক বার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

প্রসঙ্গত, শুক্রবার লাঙ্গলবন্দে অষ্টমী পুণ্যস্নানোৎসবে পদদলিত হয়ে সাত নারীসহ ১০ পুণ্যার্থী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অর্ধশত পুণ্যার্থী।

সকাল সোয়া ৯টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্নানোৎসব উদযাপন কমিটি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়