News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৮, ১৪ নভেম্বর ২০২৫

বিচারকের ছেলের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে: চিকিৎসক

বিচারকের ছেলের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে: চিকিৎসক

ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনের (১৯) ময়নাতদন্ত শেষ হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি নিয়ে এখনো মামলা হয়নি।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. কফিল উদ্দিন এবং প্রভাষক শারমিন সোবহান কাবেরী ময়নাতদন্ত সম্পন্ন করেন। প্রায় ৩০ মিনিটের এ প্রক্রিয়া শেষ হওয়ার পর মরদেহ গ্রামের বাড়ি জামালপুরে নিয়ে যাওয়া হয় দাফনের জন্য।

ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. কফিল উদ্দিন বলেন, সুমনের ডান উরু, ডান পা এবং বাহুতে ধারালো ও চোখা অস্ত্রের আঘাত পাওয়া গেছে। এই তিন স্থানে রক্তনালী কেটে যাওয়ায় গুরুতর রক্তক্ষরণই তার মৃত্যুর কারণ।

তিনি আরও জানান, সুরতহালে গলায় কালশিরার দাগ পাওয়া গেলেও সেটি নরম কাপড়ে শ্বাসরোধের চেষ্টার কারণে হয়ে থাকতে পারে। তবে শ্বাসরোধ মৃত্যু কারণ নয়-প্রাণঘাতী ছিল ধারালো অস্ত্রের আঘাত।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনাটি নিয়ে এখনও মামলা হয়নি, তবে প্রক্রিয়া চলছে। হামলাকারী লিমন মিয়া পুলিশ নজরদারিতে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: নোয়াখালী-৫ আসনে ধানের শীষের প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ অব্যাহত

গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকার ভাড়া বাসায় তাওসিফকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় তাওসিফের মা তাসমিন নাহার লুসী এবং হামলাকারী লিমন মিয়াও আহত হন।

রামেক হাসপাতালের চিকিৎসক শংকর কুমার বিশ্বাস জানান, তাসমিন নাহার লুসীর অবস্থা এখন স্থিতিশীল এবং উন্নতির দিকে। হামলাকারী লিমনও চিকিৎসাধীন আছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়